নিজস্ব প্রতিবেদক: অনলাইন গণমাধ্যম ‘মুকসুদপুর নিউজ২৪’-এর স্বপ্নযাত্রা শুরু হয়েছে । আজ শনিবার দুপুরে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা চত্ত্বরের একটি কক্ষে কেক কেটে এ অনলাইন গণমাধ্যমটির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ কাবির মিয়া । এসময় উপস্থিত ছিলেন ‘মুকসুদপুর নিউজ২৪’-এর সম্পাদক ও প্রকাশক মো: মাসুদ শেখ, বার্তা সম্পাদক: ইসাহাক মোল্লা, সহ.বার্তা সম্পাদক খন্দকার রিফাত, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবাক এনামুল মুন্সী, সমাজসেবক সুকদেব মৃধা প্রমুখ।
এসময় উপজেলা চেয়ারম্যান মোঃ কাবির মিয়া বলেন, রাষ্ট্র পরিচালনায় গণমাধ্যম ব্যাপক ভূমিকা রাখছে। সেই ধারাবাহিকতায় মুকসুদপুর নিউজ২৪ দেশের এবং দশের কাজ করার জন্য মুকসুদপুরসহ সারা বাংলাদেশের নিউজ পরিবেশন করবে। পাশাপাশি মুকসুদপুর নিউজ২৪ যাতে সুন্দর ও সত্যের পথে পরিচালিত হয় এ আশা ব্যক্ত করছি। আমি গণমাধ্যমটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
Leave a Reply