মুকসুদপুর উপজেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল টুর্ণামেন্ট-২০২৩ (অনুর্ধ্ব-১৭)। উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অমিত কুমার সাহা সহকারী কমিশনার ভূমি মুকসুদপুর ও ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মুকসুদপুর, গোপালগঞ্জ ।
শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব কাবির মিয়া। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশরাফুল আলম শিমুল মেয়র, মুকসুদপুর পৌরসভা ও মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুকসুদপুর উপজেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সাধারণ সম্পাদক কুটি খান। আজ সকাল ১১ টায় সরকারি মুকসুদপুর কলেজ মাঠে মুকসুদপুর পৌরসভা একাদশ বনাম বাটিকামারী ইউনিয়ন একাদশের খেলার মাধ্যমে অত্র টুর্নামেন্টের শুভ সূচনা করা হয়।
উক্ত খেলায় দুই গোলের ব্যবধানে মুকসুদপুর পৌরসভা একাদশ জয়লাভ করে।
Leave a Reply